নুসরাত ফারিয়া গ্রেপ্তার: কানাডায় অবস্থান, ফেসবুক পোস্ট ও জুলাই আন্দোলনের প্রতিক্রিয়া | Modhupath
নুসরাত ফারিয়া গ্রেপ্তার: কানাডায় অবস্থান, ফেসবুক পোস্ট ও জুলাই আন্দোলনের প্রতিক্রিয়া
প্রকাশিত: ১৯ মে ২০২৫ | সকাল ১০:৩০
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। আজ (সোমবার) তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সহকর্মী ও অনুরাগীরা বলছেন, একজন শিল্পীকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।
তিনি কোথায় ছিলেন?
আদালতে ফারিয়ার আইনজীবী জানিয়েছেন, যেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই সময় নুসরাত দেশে ছিলেন না। ২০২৪ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নেন তিনি। এরপর ১২ জুলাই ফেসবুকে লেখেন, তিনি সুস্থভাবে কানাডায় পৌঁছেছেন।
তিনি কানাডার ক্যালগেরি শহরে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেগুলোর ছবি নিয়মিত ফেসবুকে শেয়ার করতেন। এসব আয়োজনে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা জায়েদ খানসহ আরও অনেকে।
শিক্ষার্থীদের আন্দোলন ও ফারিয়ার প্রতিবাদ
এ সময় বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র রূপ নেয়। সরকারের প্রতি অবহেলা ও দমনমূলক আচরণের প্রতিবাদে হাজারো শিক্ষার্থী রাস্তায় নামে। পুলিশের গুলিতে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ ৬ জন নিহত হন। সেই সময় দূরে থেকেও নুসরাত ফারিয়া ফেসবুকে প্রতিবাদ জানান।
১৭ জুলাই তিনি লেখেন:
“কাজের কারণে আমি হাজার মাইল দূরে। কিন্তু আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মানুষ—এই সত্য ভুলে গেলে চলবে না। দোয়া করি সবাই নিরাপদে থাকুন।”
১৮ জুলাই তিনি একটি জানাজার ছবি পোস্ট করে লিখেন:
“জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।”
ইন্টারনেট বিচ্ছিন্নতা নিয়ে উদ্বেগ
সরকার আন্দোলন দমন করতে গিয়ে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তখন ১৯ জুলাই ফারিয়া লেখেন:
“দুই দিন ধরে দেশে ইন্টারনেট নেই। বাংলাদেশ এখন বিশ্বের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। আলোচনার মাধ্যমে কি এই সমস্যার সমাধান করা সম্ভব না?”
২৩ জুলাই তিনি আবার লেখেন:
“ছয় দিন হয়ে গেল, বাবার সঙ্গে কথা বলতে পারিনি। বাবার শরীর ভালো নেই। কিন্তু ছাত্র ভাই-বোনদের জন্য দুশ্চিন্তা আরও বেশি। সবার মঙ্গল কামনা করি।”
সরকার পতনের পর ফারিয়ার প্রতিক্রিয়া
৩ আগস্ট, তিনি বৃষ্টিতে ভেজা শিক্ষার্থীদের আন্দোলনের ছবি শেয়ার করেন এবং শহীদ মিনারে হওয়া গণজমায়েতের ছবিও পোস্ট করেন। ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ ভবনের পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি পোস্ট করে বাংলাদেশের পতাকা ইমোজি যুক্ত করেন।
এরপরের সময়কাল
এই সময়ের পর নুসরাত ফারিয়াকে আর রাজনৈতিক ইস্যুতে খুব বেশি সরব দেখা যায়নি। তিনি মূলত ব্যক্তিগত ছবি, মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ের বিভিন্ন আপডেট নিয়ে ব্যস্ত ছিলেন। তবে দেশে বন্যা হলে সেই সময় ফেসবুকে কিছু পোস্টের মাধ্যমে সহানুভূতি প্রকাশ করেন।