Disclaimer
ডিসক্লেমার
modhupathm.com একটি অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম যা রাজনীতি, সমাজ, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিষয়ে তথ্য উপস্থাপন করে। আমরা সঠিক, নির্ভরযোগ্য এবং আপডেট তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, তবে এখানে প্রকাশিত তথ্যের সম্পূর্ণ সঠিকতা বা পরিণতির জন্য আমরা দায়ী থাকি না।
১. তথ্যের ব্যবহার
এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য কেবলমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। আপনি নিজ দায়িত্বে এই তথ্য ব্যবহার করবেন। modhupathm.com কোনো তথ্য ব্যবহারের ফলে উদ্ভূত ক্ষতির জন্য দায়ী নয়।
২. বহিঃসংযোগ (External Links)
ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে। আমরা সেই ওয়েবসাইটগুলোর কনটেন্ট, গোপনীয়তা নীতি বা নিরাপত্তার জন্য দায়ী নই।
৩. মতামত ও মন্তব্য
এই ওয়েবসাইটে প্রকাশিত মতামত লেখকদের নিজস্ব। এগুলো modhupathm.com-এর অফিসিয়াল মত নয়। পাঠকদের মন্তব্যের জন্য সাইট কর্তৃপক্ষ দায়ী নয়।
৪. কপিরাইট বিষয়ক
এই সাইটের লেখা, ছবি বা অন্যান্য কনটেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। প্রয়োজনে ইমেইলে যোগাযোগ করতে পারেন।
৫. যোগাযোগ
এই ডিসক্লেমার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইলে যোগাযোগ করুন:
modhupath@gmail.com