আওয়ামী সমর্থক হলেও বিএনপির সদস্য হতে পারেন গ্রহণযোগ্য ব্যক্তি: আমীর খসরু | Modhupath
বিএনপির সদস্য হতে পারেন গ্রহণযোগ্য আওয়ামী সমর্থকও: আমীর খসরু
প্রকাশের সময়:
১৭ মে ২০২৫ | দুপুর ১:৩০ মিনিট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় সহযোগী না হন এবং সমাজে একজন গ্রহণযোগ্য নাগরিক হিসেবে পরিচিত হন, তাহলে তাঁর বিএনপির সদস্য হওয়ায় কোনো বাধা নেই।
শনিবার চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কে হতে পারবেন বিএনপির সদস্য?
আমীর খসরু বলেন, “আমরা কারা নতুন সদস্য হচ্ছেন, সে বিষয়ে কিছু মানদণ্ড নির্ধারণ করেছি। কেউ যদি সমাজে সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত হন, তিনি আমাদের দলের সদস্য হতে পারবেন—even যদি আগে আওয়ামী লীগকে সমর্থন করে থাকেন। তবে তিনি যদি আওয়ামী লীগের পরিচিত দোসর হন, বিএনপির বিরুদ্ধে কাজ করে থাকেন বা নেতাকর্মীদের হয়রানি করে থাকেন, তাহলে তাঁকে সদস্য হিসেবে নেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “যাঁরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অসামাজিক কাজে জড়িত এবং সমাজে যাঁদের ভাবমূর্তি নেতিবাচক—তাঁদেরও সদস্য করা যাবে না। এমন কাউকে দলে নেওয়া উচিত নয় যাঁদের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।”
সদস্য সংগ্রহ হবে উন্মুক্তভাবে
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, “সদস্য সংগ্রহ করতে হবে দিনের আলোয়, গোপনে নয়। ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য দিয়ে এটি উন্মুক্ত রাখতে হবে। বিএনপির সদস্য হওয়া গর্বের বিষয়, একে গোপন রাখার কিছু নেই।”
বক্তব্য দেন আরও নেতৃবৃন্দ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।