Terms and Conditions
শর্তাবলী
modhupath.com ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে বর্ণিত শর্তাবলীতে সম্মতি প্রকাশ করছেন। যদি আপনি এই শর্তাবলীর যেকোনো অংশে অসম্মত হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটটি ব্যবহার থেকে বিরত থাকুন।
১. বিষয়বস্তুর ব্যবহার
এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত তথ্য শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। আমরা তথ্যের সঠিকতা, সম্পূর্ণতা বা হালনাগাদ থাকার নিশ্চয়তা দিচ্ছি না। যে কেউ নিজ দায়িত্বে এই তথ্য ব্যবহার করবেন।
২. মেধাস্বত্ব (Copyright)
ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি, ভিডিও ইত্যাদি modhupath-এর নিজস্ব মেধাস্বত্বের অন্তর্ভুক্ত, যদি না অন্য কোনো উৎস থেকে সংগৃহীত বলে উল্লেখ থাকে। অনুমতি ছাড়া এসব কনটেন্ট পুনঃপ্রকাশ, অনুলিপি বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ।
৩. বহিঃসংযোগ (External Links)
এই ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে যাওয়ার লিংক থাকতে পারে। এসব লিংকের বিষয়বস্তু বা কার্যক্রমের জন্য modhupath কোনোভাবেই দায়ী নয়।
৪. দায় পরিত্যাগ
এই ওয়েবসাইট ব্যবহারে কোনো ধরনের তথ্যগত ভুল, ক্ষতি বা প্রযুক্তিগত সমস্যার কারণে উদ্ভূত ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
৫. শর্তাবলীর পরিবর্তন
modhupath যে কোনো সময় এই শর্তাবলীতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে। শর্তাবলীতে পরিবর্তন হলে তা এই পাতায় প্রকাশ করা হবে এবং প্রকাশের পর ব্যবহার অব্যাহত রাখলে তা সংশোধিত শর্তাবলীতে সম্মতি হিসেবে গণ্য হবে।
৬. যোগাযোগ
এই শর্তাবলী সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের ইমেইলে যোগাযোগ করতে পারেন:
modhupath@gmail.com