সেন্ট্রাল রোডে বিএনপি কর্মীকে কোপানোর ভিডিও ভাইরাল | Modhupath
সেন্ট্রাল রোডে বিএনপি কর্মীকে কোপানোর ভিডিও ভাইরাল
প্রকাশিত: ১৯ মে ২০২৫ | রাত ১১:৩০ | রিপোর্ট: মধুপথ রিপোর্ট
রাজধানীর ব্যস্ত সড়কে ঘটে গেল রোমহর্ষক এক হামলার ঘটনা। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে—তিন ব্যক্তি মিলে এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছেন। পাশে গাড়ি চলছে, পথচারীরাও উপস্থিত। তবুও থেমে থাকেনি হামলা।
ঘটনার বিস্তারিত
পরে অনুসন্ধানে জানা যায়, এই ঘটনা ঘটেছে গত রোববার রাত সাড়ে ১১টায়, রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলির প্রবেশমুখে। ভুক্তভোগীর নাম সাইফ হোসেন মুন্না। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।
কীভাবে হামলা হলো?
পুলিশ সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনকে থামান এক ব্যক্তি, নাম মামুন। এরপর মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসেন এম সি শুভ ও রানা নামের আরও দুই ব্যক্তি। এছাড়া মোবারক নামের আরও একজন আরেকটি বাইকে করে আসেন।
মামুন প্রথমে সাইফকে উপরে তুলে মাটিতে ফেলে দেন। এরপর শুভ নেমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। একপর্যায়ে বাকিরাও এতে অংশ নেন। হামলার পর হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশি তদন্ত ও ব্যবস্থা
নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানিয়েছেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ অভিযান চালাচ্ছে এবং গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
এই নৃশংস ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক সহিংসতার এই চিত্র সমাজে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে।