পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে যাচ্ছেন, দায়িত্ব নেবেন নজরুল ইসলাম | Modhupath

পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে যাচ্ছেন, দায়িত্ব নেবেন নজরুল ইসলাম

পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে যাচ্ছেন, দায়িত্ব নেবেন নজরুল ইসলাম
পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে যাচ্ছেন, দায়িত্ব নেবেন নজরুল ইসলাম

প্রকাশিত: ১৯ মে ২০২৫ | বিকেল ৫:২০ | লেখক: মধুপথ রিপোর্ট

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন শিগগিরই ছুটিতে যাচ্ছেন। সরকারের নীতিনির্ধারণী মহলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই সিদ্ধান্ত। তাঁর ছুটিতে যাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, জসীম উদ্দিনের ছুটির মেয়াদ কয়েক মাস পর্যন্ত হতে পারে এবং সম্ভবত তাঁকে উত্তর আমেরিকার কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

পররাষ্ট্রসচিবের পদে পরিবর্তন আসছে

একজন নীতিনির্ধারক প্রথম আলোকে জানিয়েছেন, জসীম উদ্দিন আর পররাষ্ট্রসচিব হিসেবে থাকছেন না, বিষয়টি চূড়ান্ত। নতুন পররাষ্ট্রসচিব হিসেবে ১৫তম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের একজন কর্মকর্তা দায়িত্ব নিতে পারেন।

জসীম উদ্দিন ২০২৩ সালের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরে। কিন্তু বর্তমান সরকারের (যা ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেয়) অধীনে এটাই দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত।

পূর্বের নজির

গত পাঁচ দশকে পররাষ্ট্রসচিব পদে এক বছরের কম সময়ে পরিবর্তনের নজির খুবই বিরল। ১৯৭২ সালে সৈয়দ আনোয়ারুল করিম ছিলেন মাত্র ছয় মাস। ১৯৮৯ সালে এ কে এইচ মোরশেদ ছিলেন চার মাস। আর ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলী পাঁচ মাস পর সরিয়ে দেওয়া হয়।

এ ধরনের পরিবর্তন প্রশাসনের অভ্যন্তরীণ গতিশীলতা ও নীতিনির্ধারণী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ক্যাটাগরি: পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ, সরকারি খবর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url