ভারত থেকে পুশ–ইন সঠিক নয়: মন্তব্য করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান | Modhupath
ভারত থেকে পুশ–ইন সঠিক নয়: মন্তব্য করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
রিপোর্ট: মধুপথ রিপোর্ট | প্রকাশকাল: ৭ মে ২০২৫ | বুধবারঅন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, ‘ভারত থেকে এভাবে পুশ–ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
পুশ–ইন বিষয়ে সরকারের অবস্থান
খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে নাগরিকদের পুশ–ইন করার বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘আমরা প্রতিটি কেস আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের দেশের নাগরিক যদি প্রমাণিত হয়, তাহলে তাঁদের গ্রহণ করব। তবে সেটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ–ইন করাটা সঠিক নয়।’
ভারতের সঙ্গে যোগাযোগ
এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
সাম্প্রতিক পুশ–ইন ঘটনা
৭ মে (আজ) খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিক এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ–ইন করার খবর পাওয়া গেছে।
পররাষ্ট্রসচিব পরিবর্তন?
পররাষ্ট্রসচিব পরিবর্তন হচ্ছে কি না জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘সে রকম কিছু হলে তো আপনারা জানবেন।’
ক্যাটাগরি: জাতীয় | রাজনীতি | সীমান্ত | রোহিঙ্গা