গাজায় প্রতি ৪০ মিনিটে এক শিশুর মৃত্যু: ভয়াবহ মানবিক বিপর্যয় Modhupath
গাজায় প্রতি ৪০ মিনিটে এক শিশুর মৃত্যু: ভয়াবহ মানবিক বিপর্যয়
মধুপথ রিপোর্ট | প্রকাশিত: ৬ মে ২০২৫, সকাল ১১:৩০
গাজায় প্রতি ৪০ মিনিটে এক শিশুর মৃত্যু: গড়েছে নৃশংসতার রেকর্ড
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। ১৯ মাস ধরে চলা এই নৃশংসতায় প্রাণ হারিয়েছে ১৬ হাজার ২৭৮ জন শিশু। গড়ে প্রতি ৪০ মিনিটে একজন শিশু মারা যাচ্ছে।
এই তথ্য সোমবার (৫ মে) দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মারওয়ান আল-হামস।
তিনি বলেন, নিহত শিশুদের মধ্যে ৯০৮ জন একেবারে ছোট শিশু এবং ৩১১ জন নবজাতক। এটি প্রমাণ করে, ইসরায়েলের হামলা কতোটা বেপরোয়া ও মানবাধিকার লঙ্ঘনকারী।
নির্বিচার হামলায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। কিছু সময় যুদ্ধবিরতি থাকলেও চলতি বছরের ১৮ মার্চ তা ভেঙে ফের হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী:
- মোট নিহত: ৫২,৬১৫ জন
- আহত: ১,১৮,৭৫২ জন
- নিখোঁজ: অসংখ্য
ত্রাণ বন্ধ, দুর্ভোগ চরমে
২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ফলে:
- হাজার হাজার শিশু একবেলা খাবার খেয়ে দিন কাটাচ্ছে
- বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট
- অন্তঃসত্ত্বা নারী ও শিশু পাচ্ছে না চিকিৎসাসেবা
- উদ্বাস্তু শিবিরে শিশুরা থাকছে প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া
‘ধ্বংসের পরিকল্পনা’ ঘোষণা করল ইসরায়েল
গাজার ওপর ইসরায়েল এবার ‘পুরোপুরি ধ্বংসের পরিকল্পনা’ অনুমোদন করেছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচ মঙ্গলবার বলেন,
“কয়েক মাসের মধ্যে আমরা বিজয় ঘোষণা করব। গাজা ধ্বংস হবে, এবং সেখানকার মানুষকে দক্ষিণে সরিয়ে তৃতীয় দেশে পাঠানো হবে।”
মানবিক বিপর্যয়ের মুখে শিশু ও নারী
মারওয়ান আল-হামস জানান, গাজায় এখন মা ও শিশুদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় চলছে। হাসপাতাল পৌঁছাতেও পারছেন না অনেকে। শিশুদের বেড়ে ওঠার বয়সে তারা পুষ্টি, নিরাপত্তা, শিক্ষাসহ সবকিছু থেকেই বঞ্চিত।
লেখক: মধুপথ রিপোর্ট
তথ্যসূত্র: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, সংবাদ সম্মেলন, আন্তর্জাতিক গণমাধ্যম