জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে ধারণকৃত বিশেষ ‘ইত্যাদি’ পর্ব শুক্রবার | মধুপথ
জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশালে ধারণকৃত বিশেষ ‘ইত্যাদি’ পর্ব শুক্রবার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত স্থান ত্রিশালের দরিরামপুরে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব। শুক্রবার ছুটির দিনে রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে এই বিশেষ পর্বটি।
এই আয়োজনটি নজরুলের ৪৬তম মৃত্যুবার্ষিকী এবং তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত। ফাগুন অডিও ভিশনের উদ্যোগে ২০২২ সালের জুলাই মাসে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে। দৃষ্টিনন্দন মঞ্চ, নজরুলের প্রতিকৃতি ও অমর কবিতার পঙ্ক্তি দিয়ে সাজানো এই আয়োজনে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শক।
অনুষ্ঠানে কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াংকা গোপ পরিবেশন করেছেন একটি জনপ্রিয় নজরুলসংগীত। পাশাপাশি স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে উপস্থাপিত হয়েছে নজরুলের তিনটি গান ও দুটি কবিতার সমন্বয়ে তৈরি একটি বিশেষ সংগীতানুষ্ঠান। এর সংগীতায়োজন করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম।
এই সংকলিত পর্বে দেখা যাবে ‘ইত্যাদি’র সাভার ইপিজেডে ধারণকৃত আরেকটি পর্বের অংশ, যেখানে জনপ্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী পরিবেশন করেছেন একটি হৃদয়ছোঁয়া গান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সংগীত পরিচালনায় ছিলেন আলী আকবর রুপু।
সাধারণত যেমন হৃদয়স্পর্শী প্রতিবেদন ‘ইত্যাদি’তে থাকে, তেমনি এবারের পর্বেও রয়েছে নজরুলের ত্রিশাল অধ্যায়, অসাধু ব্যবসায়ীদের চালবাজির চিত্র, পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক আবু বকর সিদ্দিকের কৃষিভিত্তিক কর্মকাণ্ড, ময়মনসিংহের ফুলপুর উপজেলার আবদুল মালেকের ওপর একটি মানবিক প্রতিবেদন এবং গ্রিসের ঐতিহাসিক অ্যাক্রোপোলিস নিয়ে তথ্যবহুল পরিবেশনা।
অনুষ্ঠানের দর্শকপর্বে জাতীয় কবি ও ত্রিশাল নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত হন চারজন দর্শক। দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে নজরুলসংগীত ও লোকসংগীত দিয়ে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল বাদ্যযন্ত্র সংগ্রাহক রেজাউল করিম।