ক্ষুদ্র এক পতঙ্গের ওপর টিকে আছে পৃথিবীর ভবিষ্যৎ | Modhupath

ক্ষুদ্র হলেও মৌমাছিই টিকিয়ে রাখে প্রকৃতি ও মানবসভ্যতা। পড়ুন বিশ্ব মৌমাছি দিবসে মৌমাছির গুরুত্ব, সুন্দরবনের সঙ্গে সম্পর্ক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ।
ক্ষুদ্র এক পতঙ্গের ওপর টিকে আছে পৃথিবীর ভবিষ্যৎ | Modhupath
ক্ষুদ্র এক পতঙ্গের ওপর টিকে আছে পৃথিবীর ভবিষ্যৎ | বিশ্ব মৌমাছি দিবস বিশেষ প্রতিবেদন | Modhupath ক্ষুদ্র এক পতঙ্গের ওপর টিকে আছে পৃথিবীর ভবিষ্যৎ মধুপথ রিপোর্ট | প্রকাশিত: ২০ মে ২০২৫, সকাল ৯:০০টা | ক্যাটাগরি: পরিবেশ মৌমাছি: পৃথিবীর খাদ্য উৎপাদনের নীরব নায়ক মানবসভ্যতার ইতিহাসে মৌমাছির সঙ্গে পরিচয় প্রাগৈতিহাসিক কাল থেকেই। কোরআন, বেদ, রামায়ণসহ প্রাচীন সাহিত্যে মৌমাছির গুরুত্ব উল্লেখ আছে। এক ফোঁটা মধু সংগ্রহ করতে একটি শ্রমিক মৌমাছিকে পরিশ্রম করতে হয় প্রায় ৪০০–৫০০ ফুলে। জাতিসংঘ ২০১৮ সাল থেকে ২০ মে বিশ্ব মৌমাছি দিবস পালন করছে — মৌমাছি ও পরাগায়নকারীর গুরুত্ব বোঝাতে। পরাগায়নের শক্তি খুলনার কয়রার অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা বলেন, বসন্তে ফুল ফোটার সঙ্গে সঙ্গে মৌমাছি ফুলের রস সংগ্রহ করে এবং বিশাল পরিমাণ পরাগায়ন ঘটায়। বৈজ্ঞানিক তথ্য: ৯০% বন্য ফুলের পরাগায়ন মৌমাছির ওপর নির্ভরশীল ৭৫% খাদ্য ফসল পরাগায়ন প্রয়োজন ৩৫% বৈশ্বিক কৃষি উৎপাদন মৌমাছি ছাড়া অসম্ভব আইনস্টাইন বলেছিলেন: “মৌমাছি না থাকলে পৃথিবীতে মানুষের জীবন মাত্র চার বছর থাকবে।” সুন্দরবন ও পরিবেশ উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সদস্যসচিব মো. সাইফ…